চুকনগরে যুবলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ | আপডেট: ৮:০৬:অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে মালতিয়া ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে মালতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যুবলীগ নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রতন ঘোষের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন ও উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। বক্তব্য রাখেন মোফাজ্জেল হোসেন, খোকন ঘোষ, প্রভাত ঘোষ, ইসহাক গাজী প্রমুখ। অনুষ্ঠান শুভ উদ্বোধনরেন আওয়ামীলীগ নেতা উত্তম কুমার ঘোষ কানাই। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ১৬৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু