চুকনগরে মালিহা হক পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেক, চুকনগর(খুলনা):
চুকনগরে মালিহা হক পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে স্কুল প্রাঙ্গনে আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ফলাফল ঘোষণা করেন।

এ সময় মালিহা হক পাবলিক স্কুলের পরিচালক মোঃ মুস্তাক বিশ্বাস মিঠুর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিনতি কুন্ডু।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নির্মল আচায্য, মাষ্টার হাফিজুর রহমান, নাসরিন নাহার প্রমুখ। এছাড়া এ বছর পিএসসি পরীক্ষায় মালিহা হক পাবলিক স্কুল থেকে মোট ২৮জন ছাত্র-ছাত্রী মধ্যে ১৬জন পরীক্ষার্থী এ-প্লাস, ৮জন এ, ২জন এ-মাইনাস ও ২জন বি পেয়েছে।
সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস