চুকনগরে মহিলাকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় যুবককে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সৌপাদ্য

চুকনগর(খুলনা) সংবাদদাতা:
চুকনগরে অজ্ঞনা নামে এক মহিলাকে কুপিয়ে চার হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সৌপাদ্য করেছে। ঘট্নাটি ঘটেছে শুক্রবার বেলা ১টার দিকে চুকনগর-সোলগাতিয়া সড়কের আগরহাটি গ্রামের কাছে।
পুলিশ ও মহিলা সূত্রে জানাযায়, শুক্রবার সকাল ৯টার দিকে যশোর জেলার অভয়নগর গ্রামের চেঙ্গুটিয়া গ্রামের আব্দুল কাদের সরদারের স্ত্রী অজ্ঞনা বেগম (৩৪) তার শ্বাস কষ্টের ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় তিনি ভ্যান যোগে আগরহাটি গ্রামে ডাক্তার বাড়ি যাওয়ার পথে ভেরচি বাজার থেকে এক যুবক তার ঐ ভ্যানে ওঠে। এ সময় ভ্যানটি চুকনগর-সোলগাতিয়া সড়কের আগরহাটি গ্রামের কাছে পৌছুলে পাশে বসা যুবক মহিলার গলায় ছুরি দিয়ে কোপ দেয়। প্রথম কোপে তার কান থেকে গাল বরাবর চিরে যায়। এরপর ২য় কোপ দিলে মহিলা বাঁচার তাগিদে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাতের ৫/৬টি আঙ্গুল কেটে যায় এবং ঐ কোপও তার মুখে লাগে। এ সময় মহিলার আত্ত চিৎকারে আগরহাটি গ্রামের উজুর আলী বিশ্বাসের পুত্র আব্দুল হালিম বিশ্বাস ঘটনাস্থলে ছুটে গেলে যুবক পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। গুরুত্বর জখম অবস্থায় মহিলাকে দ্রæত চুকনগর হালিমা ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘাতক যুবককে ভেরচি পুলিশ ক্যাম্পে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটককৃত যুবক যশোর জেলার অভয়নগর থানার বালিয়াডাঙ্গা গ্রামের আমীর আলী বিশ্বাসের পুত্র এমামুল হক বিশ্বাস (২৫)।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর/৮:51 পিএম