চুকনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তালার ইঞ্জিনভ্যান চালক নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর চারাবটতলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মজিদ মোড়ল(৬০) নামে এক ইঞ্জিন ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ মোড়ল তালা উপজেলার আলাদিপুর গ্রামের মৃৃত আকাম মোড়লের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর চারা বটতলা নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চিটাগাং গামী মাছ বোঝাই ট্রাক যশোর ড-১১-১২১৬ নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যান চাপা দিয়ে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইঞ্জিন ভ্যান চালক আব্দুল মজিদ নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে চুকনগর হাইওয়ে থানায় নিয়ে আসে।