চুকনগরে পুলিশ বক্সের শুভ উদ্বোধন

চুকনগরে পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ বক্সের শুভ উদ্বোধণ ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, দুবাই বাংলাদেশ সিমেন্ট লিঃ এর জেনারেল ম্যানেজার মীর হাফিজুর রহমান, মোঃ আসগর হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান দুলু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সরদার, নারায়ন চন্দ্র ভদ্র, আজিজুল ইসলাম, বাজার কমিটির সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ মোঃ ইউসুফ আজাদী। পুলিশ বক্সটি উদ্বোধনের পূর্বে স্থানীয় আওয়ামীলীগ ও থানা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।