চুকনগরে অসহায় কিশোরের ব্যাটারী চালিত ভ্যান চুরি

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ | আপডেট: ১১:৩৫:অপরাহ্ণ, মে ১৯, ২০২১
ভ্যানচালক মোঃ আব্দুল্লাহ সরদার।

চুকনগরে এক অসহায় কিশোরের উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারী চালিত ভ্যান চুরি করে নিয়ে গেছে প্রতারক চক্র। বুধবার সকাল ১১টার দিকে চুকনগরের সাতক্ষীরা রোডস্থ এসবিএসি ব্যাংকের সামনে থেকে এই ভ্যানটি চুরি হয়। ভূক্তভোগী কিশোর সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের বাবুল সরদারের পুত্র। তার নাম মোঃ আব্দুল্লাহ সরদার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সে জানায় বুধবার সকালে তালা থেকে একটি ভাড়া নিয়ে সে চুকনগরে আসে। এরপর তার সাথে যাত্রীবেশী ২ প্রতারক দুটো টেলিভিশন তালায় নিয়ে যেতে হবে বলে ১০০ টাকায় চুক্তি করে। এরপর কৌশলে তাকে বস্তা কিনতে পাঠিয়ে দিয়ে তালাবদ্ধ ভ্যানটির তালা ভেঙ্গে ভ্যান নিয়ে পালিয়ে যায় ওই প্রতারকদ্বয়।

পর মুহুর্তে ছেলেটি ফিরে এসে ভ্যান না দেখে হাউমাউ করে কেঁদে উঠে। তার গগণবিদারী কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে।

এ প্রতিবেদককে আব্দুল্লাহ জানায়, তারা দুই ভাইবোন। সে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করে লকডাউনের কারনে স্কুল বন্ধ থাকায় সকালে সে ভ্যানটি চালায়। এসময় তার পিতা পরের ক্ষেতে কাজ করে এবং বিকেলে ভ্যান চালায়। আব্দুল্লাহ জানায়, ভ্যানটিই তাদের পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা