গৃহবন্দী ভালোবাস

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ | আপডেট: ২:৪৬:অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০
গৃহবন্দী ভালোবাসা (বর্তমান ঘরবন্দী সময়টায় কি করা উচিত, সেই সম্পর্কে আলোচনা)
লেখিকা: তুলোশী চক্রবর্তী
চলছে দেশজুড়ে লকডাউন, অধিকাংশ মানুষ গৃহবন্দী, আমার মনে হয় না এটা বন্দী দশা। যদি কেউ ভাবেন এই সময়টা যন্ত্রনাদায়ক, তবে হয়তো আপনি জানেন না জীবন বলতে ঠিক কি বোঝায়। বহু ঘরের ছেলেমেয়ে থেকে বয়োজেষ্ঠ সকলেই নানা কাজে ব্যস্ত থাকে, অনেকের পরিবারের সদস্যদের সহিত চোখে দেখার সময়টাই হয়ে ওঠেনা, সেই সঙ্গে মাথায়  প্রতিদিনের অফিসের কাজের চাপ ও অনেকেরই সহ্য হয়না। তাদের জন্য লকডাউন একটা সুবর্ণ সুযোগ। বাড়ির প্রতিটি সদস্যকে সময় দিতে পারবে, আপাতত এতে নিজ বাড়ির প্রত্যেকের সঙ্গে ভালোবাসা দৃঢ় হবে। আমি মানলাম কর্মই জীবন, বাড়ির পুরুষ সদস্যরা এইসময় মা, স্ত্রী, মেয়ে, বোন প্রত্যেক কেই কাজে সাহায্য করতে পারবেন, এতে আপনাদের মন ভালো থাকবে, পারিবারিক বন্ধন সুদৃঢ় হবে, একটা স্নেহমমতাময় পরিবার গড়ে উঠবে।
তবে আর মনমরা হয়ে একা বসে কেন? বাড়িতেই থাকুন, করোনার ভয়ে নয়, ভয় কে জয় করুন, মনোবল ঠিক রাখুন, সচেতন থাকুন, নিজের এবং নিজের পরিবারের সকল সদস্যের খেয়াল রাখুন, পরিস্কার পরিচ্ছন থাকুন। প্রত্যেকে শুধু নিজের পরিবারের প্রতি যত্নবান হলে অচিরেই আমাদের দেশ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, শুধু কিছু সময়ের অপেক্ষা, অতিদ্রুত ফিরে আসবে ঝলমলে দিন গুলো।
যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত, যা সৃষ্টি হয়েছে তার ধংসও হবে। তবে মনে হিংসা, ক্রোধ রেখে কি লাভ বলুন? সবাই লোভ লালসা ত্যাগ করে প্রতিটি প্রাণীকে ভালোবাসতে শিখুন। এমন কিছু জনহিতকর কাজ করুন যাতে আপনার মৃত্যুর পরও আপনাকে সবাই ভালোবাসে।
লকডাউন এর ঘড়ে থাকার অবস্থাটা কিন্তু কোনরুপ কারাবাসের বন্দি দশার মতো নয়। এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে, আপনজনদের সহিত কাটানো সময়টা স্বর্ণযুগ মনে হবে।
অযথা নিয়মভঙ্গ না করে, বেশি মস্তানি না করে, মিথ্যে খবর না রটিয়ে, নিজে সুস্থ থাকুন ও অন্যকে সুস্থ রাখুন। আর বিশ্ববাসীর মঙ্গল কামনা করুন।

সুন্দরবনটাইমস.কম/লেখিকা:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক