খুলনায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলে’র ৫সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৯:৫৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
খুলনার লবণচরা থানাধীন এলাকা হতে উগ্রবাদী হ্যান্ডনোট, লিফলেট ও তাদের কার্যবিধি সংক্রান্ত বিস্তারিত বিবরণীসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর যশোর জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপনসহ মোট ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রোববার(২৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব-৬ এর গোয়েন্দা টিম নজরদারি করে শনিবার ভোর ৪.৩০টার দিকে খুলনার লবণচরা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার কাঞ্চনপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র যশোর জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন(৩৭), যশোর জেলাব সন্তোষনগর গ্রামের মৃত জামাল বিশ্বাসের পুত্র যুগ্ন-নায়েক মোঃ মুকুল হোসেন(৩৬), কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের চাঁন মিয়া সিকদারের পুত্র সহ-নায়েক মোঃ ইয়াছিন আলী(৩৮), আরবপুর গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের পুত্র থানা নায়েক মোঃ শুকুর আলী(২৯), মোঃ সাহেব আলীর পুত্র গ্রাম নায়েক মোঃ সোহানুর রহমান সোহান (২৩)।


র‌্যাব জানায়, গ্রেফতারকারীরা দীর্ঘদিন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহ করতেন। এছাড়া দলের জন্য টাকা সংগ্রহ দলীয় গোপন বৈঠক, উগ্রবাদী বই ও অর্থ বিতরণ করতেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম।

 

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক