কেশবপুরে ধর্ষণের ঘটনায় এশিয়া ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

যশোরের কেশবপুর শাখার এশিয়া ব্যাংকের ম্যানেজার আব্দুস সামাদ মন্ডল অফিস সংলগ্ন নিজ বাসায় এক সহকর্মীকে ধর্ষণ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশ ওই ব্যাংক ম্যানেজারকে গ্রেফতার করেছে। ধর্ষণের ঘটনায় মাঠ কর্মী বাদি হয়ে ৮ জুন কেশবপুর থানায় ওই ম্যানেজারের নামে যে মামলা করেছেন, যার নম্বর-৪। পুলিশ ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে।
থানা পুলিশ জানায়, কেশবপুর শহরের এশিয়া ব্যাংক(এফএমই কর্পোরেশেন) শাখার ম্যানেজার রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সিংগা (পূর্বপাড়া) গ্রামের বাদল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সামাদ(৩৬) সোমবার সকালে নিজ অফিসে আসা মহিলা ফিল্ড ওয়ার্কারকে(২৬) অফিস সংলগ্ন নিজ বাসায় জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওই কর্মী কেশবপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ম্যানেজার আব্দুস সামাদকে আটক করে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিকটিম কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের একজন গৃহবধূ।