কালীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত: জেলায় মোট ৫৭

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ | আপডেট: ১০:৩৯:অপরাহ্ণ, জুন ১০, ২০২০

সাতক্ষীরার কালীগঞ্জে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা করোনা রেসপন্স টিমের সাধারণ সম্পাদক ডাঃ শেখ তৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ৫৭ জন করোনা শনাক্ত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার বাজার গ্রামের অধিবাসী, সাবেক ঈমাম মুনসুর হাল্লাজের পুত্র হামিদুল ইসলাম(২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করত। সেখানে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নমুনা স্যাম্পল দিয়ে গত ৪ জুন ঢাকা থেকে বাড়িতে আসে এবং শ্যামনগর উপজেলার মেহেন্দী নগর গ্রামে তার দুলাভাই ওয়াহেদুজ্জামানের বাড়িতে আত্মগোপন করেন।

এদিকে কালীগঞ্জ উপজেলা মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের সাইফুল ইসলামের কন্যা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া পারভীন(২৬) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে স্যাম্পল দিয়ে গত ৭ জুন গ্রামের বাড়িতে আসেন। বুধবার(১০ জুন) তাদের রিপোর্টে করোনা সনাক্ত হওয়ায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল সাইফুল ইসলামের বাড়ি লকডাউন ঘোষনা করেন।

এ বিষয় ডাক্তার তৈয়বুর রহমান জানান, করোনা আক্রান্ত দুইজনের গ্রামের বাড়ি সহ শ্যামনগরে অবস্থানকারী হামিদুলের ভগ্নিপতির বাড়ি লকডাউন ঘোষনা করে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।