কালিগঞ্জ হযরত পীর কাঙ্গালী শাহ্ (র:) এর ৪৫ তম বার্ষিক ওরশ শরীফ শুরু

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০ | আপডেট: ৯:৪৩:অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
কালীগঞ্জের নলতা চৌবাড়িয়া হযরত পীর কাঙ্গালী শাহ্ (র:) এর ৪৫ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠান ২০২০ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন ৯ মার্চ সোমবার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বর্তমান সময়ে সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আসাদুজ্জামান (আসাদ) সাহেব, খুলনা। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগীতশিল্পী, মুফাচছিরে কোরআন, হাফেজ মাওঃ আমিনুর রহমান সাহেব, মুহতামিম তিলকুড়া মাদ্রাসা সাতক্ষীরা। জালালী তরুন আলোচক, মুফাচ্ছির পরিষদ সাতক্ষীরা, পেশ ইমাম চৌবাড়িয়া দরগা শরীফ জামে মসজিদ, হযরত মাওঃ শাহিনুর রহমান।
দ্বিতীয় দিন ১০ মার্চ ২০২০ মঙ্গলবার,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মুফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
ইমাম, নলতা শরীফ শাহী জামে মসজিদ, আলোচক বিজয় টিভি, ঢাকা।
ড. আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা, ৯নং সেক্টর গোপালগঞ্জ।
তৃতীয় দিন ১১ মার্চ ২০২০ রোজ বুধবার বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দ জিকির করিবেন, সভাপতিত্ব করিবেনঃ আলহাজ্ব আকবার হোসেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক