কালিগঞ্জ ভদ্রখালী অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার সাধারন সভা

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ | আপডেট: ২:১৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): ৬ই মার্চ শুক্রবার বেলা তিনটার সময় ভদ্রখালী কেন্দ্রীয় ঈদগা মাঠে অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হা সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং নতুন সদস্য সংগ্রহ করা হবে। অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার উদ্দেশ্য ও লক্ষ মুমূর্ষ রুগীরদের জন্য রক্তদাতা নিশ্চিত করাই হচ্ছে মূল উদ্দেশ্য, সকল প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আর্তমানবতার সেবা নিয়ে প্রতিষ্ঠিত অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্থাটি ২০১৪ সালের ২৫ শে নভেম্বর কার্যক্রম শুরু করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

দীর্ঘ সময় সংস্থাটি মুমূর্ষ রোগীদের সেবা দিয়ে আসছে। রক্ত দেয়ার উপকারিতা: রক্ত দেয়ার ৪৮ ঘন্টার মধ্যেই শরীরে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, সুস্বাস্থ্যের অধিকারী সব মানুষই স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন। অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার পরিচালক ডি.এম নাসির উদ্দিন (লাভলু) ০১৭১৭৮৬২৭৪৬ ও সহকারী পরিচালক মিয়ারাজ হোসেন (অপি) আগামী ৬ই মার্চ শুক্রবার বেলা তিনটার সময় ভদ্রখালী কেন্দ্রীয় ঈদগা মাঠে সংগঠনের সকল সদস্যকে ও নতুন সদস্য হওয়ার আগ্রহী প্রার্থীদেরকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

 

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক