কালিগঞ্জে সামাজিক সুরক্ষা ও নায্যতা সমন্বয়ের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ | আপডেট: ৬:২৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিতকরণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা এর বাস্তবায়নে সামাজিক সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিতকরণ সমন্বয়ের সভা অনুষ্ঠিত হয়। নবযাত্রারর উপজেলা ফ্রেন্ড অফিস ম্যানেজার লিনা হেলেনা গোমেজ এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার শেখ মুজিবুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন প্রমূখ। সভায় উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। নারীদের ক্ষমতায়নে তাদের স্বাবলম্বী ও বাল্যবিবাহ নিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা গৃহীত হয়।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক