কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ | আপডেট: ৯:৪৭:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০
বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ

সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মধ্য মৌতলা গ্রামের মৃত শেখ আব্দুস সাত্তারের ছেলে বীরমুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

শনিবার (৮ আগস্ট) জোহরের নামাজের পর মরহুমের নিজ বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

 

এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি প্রয়াত আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

 

বীরমুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ শুক্রবার রাত ১০ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা