কালিগঞ্জে বিষাক্ত ৫০ ক্যারেট আম নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ | আপডেট: ৬:২৭:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে জনতার সহয়তায় জব্দ করা ৫০ ক্যারেট আম নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ উপজেলার ডাকবংলো মোড়ে খাওয়ার অনুপোযোগী এসব আম পিকআপের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলার নিবাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালত নিবাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমান প্রমূখ।

কালিগঞ্জ উপজেলার নিবাহী অফিসার (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম জানান, কাঁচা আম বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে তা বাজারজাত করা হবে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশীবাটি গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে এ আম জব্দ করা হয়।

 

এসজি/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স