কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশের অপরাধে জরিমানা ও চিংড়ি বিনষ্ট

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০ | আপডেট: ১২:২৯:পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মৎস্য আইন বাস্তবায়নের উদ্দেশ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ডিপোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
 
অভিযানকালে উত্তর কালিগঞ্জে অবস্থিত ‘সততা ফিস্’ নামক একটি ডিপোতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ডিপোর মালিক উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ
 
সময় অপদ্রব্য পুশকৃত ১০ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। 

আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা