কালিগঞ্জে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্ততি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ | আপডেট: ১০:২২:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মশত বার্ষিকী, ২৫ মার্চ কাল রাত্রি গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

৪ মার্চ বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, উপজেলা ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক আশেক মেহেদী, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবর রহমান, উপজেলা তথ্য আপা মেরিনা আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আরম বাবলু, হাজি তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সৈয়েদ মাহমুদুর রহমান, নয়ন দাস, সাজেদুল হক সাজু, মাহফুজা খানম, লাভলু, মনিরুজ্জামান প্রমুখ।

সভায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মশত বার্ষিকী মুজিব বর্ষে, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম শত বার্ষিকীতে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী, শিশু সমাবেশ, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তাবক আর্পন, শিক্ষাথীদের চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ মার্চ গনহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। সকল কর্মসূচি বাস্তাবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক