কালিগঞ্জের নলতায় করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ | আপডেট: ১১:০৩:অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ওমর ফারুক (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের শানপুকুর (স্বর্ণকার পাড়া) এলাকার মৃত বাহার আলী গাজীর ছেলে। নলতা হাটখোলায় অবস্থিত ‘শাহানা ফার্মেসীর মালিক ছিলেন তিনি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, বেশ কিছুদিন পূর্বে পল্লী চিকিৎসক ওমর ফারুক এর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। কিন্তু তিনি প্রয়োজনীয় চিকিৎসা না নিয়ে তথ্য গোপন করে বাড়িতে অবস্থান করছিলেন।

বিষয়টি জানতে পেরে শনিবার (২৭ জুন) সকালে ওই ব্যক্তির বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ করি এবং তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই। হাসপাতালে যাওয়ার আগেই বিকেল সাড়ে ৫ টার দিকে ওমর ফারুক মৃত্যুবরণ করেন। করোনার সকল প্রকার উপসর্গ নিয়েই ওমর ফারুকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই দাফন সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।