কর্মকর্তাদের খামখেয়ালিপনায় পাটকেলঘাটায় বিএডিসি ডিলারদের মধ্যে অসন্তোষ

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০ | আপডেট: ৮:৫৭:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
বিএডিসি কর্মকর্তাদের খাম খেয়ালিপনার কারনে সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএডিসি ডিলারদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রটি জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষকদের চাষাবাদে আগ্রহী করে তুলতে ডিএপি সারে ভুর্তকি প্রদান করে আসছে। ৭শত টাকা ডিএপি সার যা তৃণমুল পর্যায়ে সরকারের বিরাট সাফল্য বলে মনে করছে কৃষকরা। সরকারের সফলতাকে ধরে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। বর্তমানে ডিএপি সারের মুল্য ৭শ টাকা যা আগের তুলনায় অনেক কম।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিএডিসির নিয়োগকৃত একাধিক ডিলাররা জানায়, হঠাৎ করে ফেব্রয়ারী মাসের বরাদ্ধকৃত ডিএপি সার তারা উত্তোলন করতে পারেনি। সরকারের কোন প্রকার নোটিশ ছাড়াই তারা এ সার উত্তোলন করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন।
ডিলাররা আরো বলেন, বর্তমান সময়ে ডিএপি সারের ব্যাপক চাহিদা বিরাজ করছে। বর্তমানে ডিলাররা সার উত্তোলন করতে না পেরে নিজেরা যেমন ক্ষতিগ্রস্থ, তেমনি সাধারন কৃষকরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
এ ব্যাপারে বিএডিসি ডিলার পাটকেলঘাটা বাজারের আল ইমরান এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী গাজী হামিজউদ্দীন ও সরসকাটি বাজারের বি.কে ট্রেডাসের স্বাত্বাধিকারী বিশ্বজিৎ ঘোষের সাথে আলাপকালে জানান, বিএডিসি কর্মকর্তাদের খামখেয়ালিপনার কারনে আমরা ব্যবসায়ীরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। সাথে সাথে সরকারের অর্জিত সাফল্য ব্যাহত হচ্ছে।

সাতক্ষীরা বিএডিসির সহকারী পরিচালক মাহবুব হোসেন জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যে মাসের বরাদ্ধ সে মাসের মধ্যে উত্তোলন করতে হবে। ডিলারদের জানানোর বিষয় তিনি বলেন, আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি, হয়ত: দু’একজনের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে জেলায় ১৮০ জন ডিলারের মধ্যে অধিকাংশ ডিলার মাল উত্তোলন করেছেন।

সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি ও সার, বীজ মনিটারিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাধু জানান, ডিলারদের টাকা যোগাড় করার সময়টুক তো দিতে হবে। নুন্যতম সময় না পেলে একজন ডিলারের পক্ষে মাল উত্তোলন করা সম্ভব নয়।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক