কবিতা: “সকলের ফরিয়াদ”

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ | আপডেট: ৯:৩৮:অপরাহ্ণ, জুন ৭, ২০২০

আজ নিকেতনে বসে ফরিয়াদ করে পাপী আদম সন্তান,
অদৃশ্য ঐ হায়েনার থেকে বাঁচাও মোদের প্রাণ।
ইলাহি তোমার অন্তঃকরণে বদান্যতায় পূর্ণ
ক্ষমা করে দাও আপদ মোদের অতিকায় জঘন্য।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

লাশের মিছিলে চারিদিকে শুধু দিশেহারা পুরো ধরা-
কিভাবে বাঁচবো মর্ত-ভূতলে তোমার করুণা ছাড়া ?
বাতে ডর তাই, চুলা জ¦লে নাই, কেমনে মাতায় রাধে !
অসুস্থ শিশু বুকে তুলে নিয়ে অসহায় মাতা কাঁদে।

তোমার মহিতে পদচিহ্ন একে দিত আদম সন্তান-
আজকে তারাতো নলিয়ে বন্দী অসহায় সব প্রাণ।
বাঁচাও তাদের দেবে না সিজদা, যদি মরে করোনায় ;
অনুপম বায় পরিতোষ কায়া ইলাহির করুনায়।

করোনা হারবে মানুষ জীতবে আশায় বক্ষ বাঁধি
আর একবার ক্ষমা করো যদি ভূ-নৃপমনি বিধি।


আপনার মতামত লিখুন :

কবি: এস কে ফিরোজ আহমেদ। তালা, সাতক্ষীরা