কবিতা: “পেচু”

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ | আপডেট: ৪:১৬:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
পেচু
তুলোশী চক্রবর্তী
 
পেচু আমার 
সোনারবরন
মুখখানি তো 
চাঁদের গড়ন,
 
চোখ দুখানি
করেছে যে হৃদয়হরন
সূর্যমুখী পাপড়িসম
তার হাসির ধরন,
এ পরান চায় যে শুধু
তার দুখানি রাঙ্গা চরণ,
 
ভাষা যেন মিষ্টসম
মাধুর্য্যতায় পরিপূর্ন,
যুবাবৃদ্ধ্যা সবার কাছেই 
উনি ব্যবহারে অনন্য,
ও পেচু তোমার পেলে
আমার জীবন হবে ধন্য।

আপনার মতামত লিখুন :

কবি: তুলোশী চক্রবর্তী। পশ্চিম বাংলা