কবিতা: “তোমাকে চাই”

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ | আপডেট: ৬:২৯:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
তোমাকে চাই
…….রুদ্র অয়ন 
মেঘ যেমন চায় বৃষ্টি। 
ঘাস চায় শিশিরকে।
সাগর চায় নদীকে।
তেমন করেই
কারণে অকারণে
ভালবাসার বাঁধনে
আমি চাই তোমাকে। 
বসন্তের কৃষ্ণচুড়া
কোকিলের কুহুতান
শ্রাবণের ঘন বরষায়
সকাল সাঝে
কারণে অকারণে
তোমাকেই চাই। 
রাজনীতিবিদের
ভেজাল
বক্তৃতার মতো নয়, 
কৃষকের ঘাম ঝরানো
পরিশ্রমে উৎপাদিত ফসলের মত
নির্ভেজাল ভালবাসা তোমার জন্যে।
নিশ্বাসে যেমন দেহ বেঁচে রয়
তেমন করেই তুমি 
মিশে থাকো আমাতে। 
প্রয়োজনে কিম্বা অপ্রয়োজনে
আমি তোমাকেই চাই প্রেয়সীতমা। 

সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক