কপিলমুনি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ৭:৫০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৮ নং কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ‘২০ সম্পন্ন হয়েছে। গণতন্ত্র চর্চার জন্য সরকারের মহতি উদ্দ্যোগকে সামনে নিয়ে এ বিদ্যালয়টিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ১৪ জন শিক্ষার্থী যথাক্রমে ৩য় শ্রেণির সোনাক্সী বিশ্বাস, সৌভিক সাধু, দিপান্বিতা মজুমদার, মোঃ হাদিউজ্জামান নির্বাচিত হয়েছে। ৪র্থ শ্রেণির জান্নাতুল রিহুন পরী, গৌরব মন্ডল, শাহ মোঃ আরাফাত, হিমন সরকার ৫ম শ্রেণির শিল্পা সাধু, সাকিব তান্সেন রাদ, রুদ্র বিশ্বাস, উর্মি আক্তার, মারিয়া আক্তার নির্বাচনে অংশ গ্রহন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রোববার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিদ্যালয়ের কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৭ জন ভোটারের মধ্যে ২৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। এর মধ্যে ৩৯ টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে ৩য় শ্রেণির সোর্ভিক সাধু ১৬৬ ভোট, দ্বিপানিতা মজুমদার ৯০ ভোট, মোঃ হাদিউজ্জামান ৭৯ ভোট। ৪র্থ শ্রেণির গৌরব মন্ডল ১৪৯ ভোট, জান্নাতুল রিহুন পরী ১৩১ ভোট, ৫ম শ্রেণির শিল্পা সাধু ১২৯ ভোট, সৈকত দত্ত ৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়। ৩য় শ্রেণির সোর্ভিক সাধু সর্বোচ্চ ১৬৬ ভোট পেয়ে অত্র সংসদের প্রধান নির্বাচিত হয়। আগামী ২৭ ফেব্রয়ারী নির্বাচিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার বিপ্রদাশ কর্মকার স¦াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক