কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই এর র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
সারা দেশের ন্যায় খুলনার কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই (নি স চা) এর দক্ষিণাঞ্চল কপিলমুনি শাখার উদ্যোগে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত র‌্যালীটি কপিলমুনি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশগ্রহণ গ্রহন করেন কপিলমুনি কলেজ, কপিলমুনি প্রেসক্লাব, পাইকগাছা প্রেসক্লাব, তালা প্রেসক্লাব, নির্মাণ শ্রমিক, ও সুধিজনরা। পরে কপিলমুনি বাজার মেঘাসিটি ফুড চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ও কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় বক্তব্যে বক্তারা বলেন, ‘যারা সড়কে আসবেন, তারা সবাই মনে রাখবেন সড়ক কোনও আনন্দের জায়গা নয়, একটি বিপজ্জনক জায়গা। প্রতিমুহূর্তে এখানে গাড়ি চলছে, দুর্ঘটনা ঘটে। তাই যারা সড়কে আসবেন অবশ্যই সাবধানে চলবেন। ‘জীবন আমার, সেই জীবনের দায়িত্বও আমার। আমার জীবনে দায়িত্ব যদি আমি না নিই তাহলে আমাকে অন্য কেউ বাঁচাতে আসবে না।’ এ সময় বক্তব্য রাখেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান পারভেজ, সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ কে আজাদ, কলেজের প্রভাষক জ্যতিপ্রিয় দে, দৈনিক আমার সংবাদের পাইকগাছা প্রতিনিধি সাংবাদিক কৃষ্ণ রায়, কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আঃ হান্নান শ্রমিকনেতা মোসলেম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিক ও দৈনিক গ্রামের কাগজের মোঃ আলাউদ্দিন সোহাগ, দৈনিক লোকসমাজের জি এম মিজানুর রহমান, কপিলমুনি রিপোর্টার ইউনিটির সদস্য সচিব তপন পাল, তালা প্রেসক্লাবের কালের চিত্র রিপোর্টার রোকনুজ্জামান টিপু, খুলনা টাইমসের শেখ নাদির শাহ প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক