কপিলমুনিতে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ | আপডেট: ৭:৩০:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে কপিলমুনি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে সভাপতি যুগোল কিশোর দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, জি এম হেদায়েত আলী টুকু, মোস্তাফিজুর রহমান, রণজিত কুমার মন্ডল, গৌতম সাহা, সন্দীপ সাধু, অলোক হালদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান মোল্লা প্রমূখ।

 

কপিলমুনি কলেজে অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, স্বপন কুমার দাশ, শফিকুল ইসলাম প্রমূখ। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক মোঃ কবীর উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সজল সরকার, দ্বীবদেন্দু দাশ, কার্ত্তিক সরকার প্রমূখ।

 

কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শস্পার সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আ’লীগ নেতা মঈনুদ্দীন হাজরা, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, মিন্টু সাহা, শিক্ষক জালাল উদ্দীন, বন্দনা মজুমদার প্রমূখ। ৮নং সরকারি প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামানের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা সাজেদা সুলতানা, কৃষ্ণা রায়, উষা মন্ডল প্রমূখ।

 

প্রসংগত: সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কলো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

এইচএমএ হাশেম। নিজস্ব প্রতিবেদক। কপিলমুনি, খুলনা