কপিলমুনিতে ‘চলার সাথী’র কমিটি গঠন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ | আপডেট: ৬:০৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
“যদি হাটুন দু বেলা, থাকবে না কোন রোগের জ্বালা” এই শ্লোগানকে সামনে রেখে কপিলমুনিতে পূর্নাঙ্গ কমিটি নিয়ে যাত্রা শুরু করলো সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘চলার সাথী’। গত ১৬ ডিসেম্বর সংগঠরটি আহবায়ক কমটি নিয়ে কার্যক্রম শুরু করার পর শনিবার সন্ধ্যায় কপিলমুনিস্থ অস্থায়ী কার্যালয়ে আহবায়ক যুগোল কিশোর দে’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মুন্সী রেজাউল করিম মহব্বতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ কওছার আলী জোয়ার্দার, বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ। সভায় সর্বসম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাশ, দ্বীজেন সাধু, কনক দে ও বিশ্বনাথ সাধুকে উপদেষ্টা মনোনীতে করা হয়। পাশাপাশি যুগোল কিশোর দে সভাপতি, পবিত্র সাধু সহ-সভাপতি, প্রধান শিক্ষক শেখ আঃ রহমান সহ-সভাপতি, ইউপি সদস্য আঃ আজিজ সহ-সভাপতি, সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত সাঃ সম্পাদক, সন্দীপ সাধু সহ-সাধারণ সম্পাদক, জি এম হেদায়েত আলী টুকু সহ-সাঃ সম্পাদক, পলাশ কর্মকার সাংগঠনিক সম্পাদক, বাবুলাল হালদার কোষাধ্যক্ষ, এইচ এম শফিউল ইসলাম প্রচার সম্পাদক, শান্তনু সাধু দপ্তর সম্পাদক, প্রভাষক রেজাউল করিম, অশোক সাধু, স্বপন মজুমদার, জগদীশ দে ও বাবলু সাধুকে কার্যকরী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সভার সমাপ্তিলগ্নে সংগঠনের ফান্ড গঠনের লক্ষ্যে চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার ৫ হাজার টাকা, যুগোল কিশোর দে ৫ হাজার টাকা, প্রধান শিক্ষক শেখ আঃ রহমান ৫০ হাজার টাকা ও বাবুলাল হালদার ৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক