উপকুলীয় এলাকার বেঁড়িবাধ সংস্কার করেছেন স্বেচ্ছাসেবকদলের শতাধিক নেতা-কর্মীরা

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২০ | আপডেট: ৬:৪৮:অপরাহ্ণ, মে ২৯, ২০২০

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ সংস্কারের কাজ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার সকাল থেকে স্বেচ্ছায় তারা এ বেঁড়িবাধ সংস্কার কেেরন। সংস্কার কাজ শেষে তারা উপকুলীয় এলাকার ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে শুকনো খাবার (চিড়া ও গুড়) বিতরন করেন।

বেঁড়িবাধ সংস্কার কাজে এ সময় নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। এ সময় সেখানে বেঁড়িবাধ সংস্কারে অংশ নেন, জেলা স্বোচ্ছাসেবকদলের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলামসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছা সেবক দলের শতাধিক নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স