সাবেক সাংসদ এমএ জব্বারের মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির শোক বিবৃতি প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ | আপডেট: ৮:২২:অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): জাতীয় পার্টির নেতা, সাতক্ষীরা বিশিষ্ট শিল্পপতি, সাতক্ষীরা ২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ আলহাজ্ব এম এ জব্বার (৭০)আজ আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে বার্ধক্যজনিত কারণে, প্যারালাইস জনিত কারণে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সাতক্ষীরার সাবেক এই সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এবং সাতক্ষীরা জেলা শাখার জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অত্যন্ত সুনামের সাথে, রাজনৈতিক ময়দানে সমাজসেবক নেতা হিসেবে সুপরিচিত একজন। সকলের শ্রদ্ধাভাজন প্রবীণ এই রাজনীতিক ব্যক্তি না ফেরার দেশে চলে যাওয়াই সাতক্ষীরার জাপা সকল অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ভিতর শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক বিবৃতি প্রদান করে জেলার সকল নেতাকর্মীরা, বলেছেন সাতক্ষীরা থেকে প্রবীণ রাজনীতিবিদ এর অবসান ঘটল, শুধু সাতক্ষীরা জাতীয় পার্টির নয়, সাতক্ষীরা ২৫ লক্ষ মানুষ এক প্রবীণ রাজনীতিবিদ কে হারালো। এই সাবেক সংসদ এর মৃত্যুতে সাতক্ষীরার জাতীয় পার্টি ও তার সকল অঙ্গ সংগঠন এক বিবৃতি প্রদান করেছেন। শোক বিবৃতি কারীরা হলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল তথ্যপ্রতিমন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত, জাপা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব আজহার হোসেন, জাপা জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা জাপা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। জেলা জাপা সহ-সভাপতি ও কালিগঞ্জ উপজেলা সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান, সাধারন সম্পাদক, সাবেক চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক শেখঃ ছাদেকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাষ্টার আঃ ছালাম, উপজেলা জাপা নেতা ফজল্লুল হক মেম্বার, উপজেলা ছাত্র সমাজ সভাপতি সাংবাদিক মোঃ নূরইসলাম (বাবু), সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দিন মেম্বার, ছাত্র সমাজ সাধারন সম্পাদক শেখঃ শাওন, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার খাঁন, মৌতলা ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ মশিউর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, কুশুলিয়া সভাপতি মোঃ শেখ সাকির আহম্মেদ, দক্ষিণ শ্রিপুর সভাপতি মোঃ আলমগির হোসেন, কৃষ্ণনগর সভাপতি শিক্ষক মোঃ হাবিবুর রহমান, জাতীয় শ্রমিক পাটির সভাপতি আঃ কাদের, জাপা নেতা আতিয়ার রহমান,সাংগঠনিক জাহিদুল ইসলাম, সুমন, আল মামুন, সবুজ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি পড়া হয়েছে ২৮৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ