শহীদদের স্মরণে ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ জেলা প্রশাসকের প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ | আপডেট: ৩:৫০:অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন শহীদদের স্মরণে ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণকালে তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ, গনহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাপক আনন্দ কুমার সরকার, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক সাধনা কর্মকার, প্রভাষক নার্গিস হুসাইন, প্রভাষক রুপা বেগম, আব্দুল গফফার মোল্যা, প্রভাষক রুমেন হুসাইন প্রমুখ। এরপর তিনি চুকনগর ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। সংবাদটি ২৭৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু