মাগুরাঘোনায় জনগুরুত্বপূর্ণ রাস্তার ইট তুলে ফেলে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৮:৪৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

মাগুরাঘোনায় কাঞ্চনপুর মহিলা মাদ্রাসা হতে ভিতর দিয়ে পাইকগাছা সড়কে ওঠার জন্য ব্যবহৃত জনগুরুত্বপূর্ণ একমাত্র রাস্তাটির ইট তুলে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনটি উপজেলার মানুষের রাস্তা চলাচল বন্ধ হয়ে গেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সরজমিনে গিয়ে এলাকাবাসী জানা যায়, মাগুরাঘোনায় কাঞ্চনপুর মহিলা মাদ্রাসা হতে ভিতর দিয়ে পাইকগাছা সড়কে ওঠার জন্য ব্যবহৃত একমাত্র রাস্তাটি তৈরি হয় বৃটিশ আমলে। সেই থেকে অদ্যবধি মাদ্রাসাগামী ছাত্রীসহ সর্বসাধারণ এই পথ দিয়ে চলাচল করে। একারণে গত ৪বছর আগে মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন র্স্তাাটির গুরুত্ব অনুধাবন করে ইটের সোলিং করে দেয়। ইটের সোলিং দেয়ার পর উক্ত গ্রাম্য সড়ক দিয়ে ইঞ্জিন ভ্যান, নসিমন, করিমন, ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল শুরু করে। ফলে মূল মহাসড়ক আঁঠারমাইল বাজারের যানজট অনেক কমে যায়।

বিশেষ করে সোমবার গরুর হাটের কারণে যে যানজট সৃষ্ঠি হয়। তা নিরসনে অনেক অংশে সহযোগীতা করে কাঞ্চনপুর গ্রাম্য এই সড়কটি। তাছাড়া রাস্তা দুই ধার দিয়ে যারা বিল্ডিং বাড়ি নির্মান করেছে তারাও রাস্তার জন্য জায়গা রেখে বিল্ডিং নির্মান করেছে। কিন্তু একটি মাত্র পরিবার উক্ত রাস্তা ব্যবহারে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার জের ধরে গত ১১/০৯/২০২০ইং তারিখে কাঞ্চনপুর গ্রামের মোকাম আলী দফাদারের পুত্র রেজওয়ান দফাদার, মৃত নজরুল ইসলাম দফাদারের পুত্র আলামিন দফাদার, সোলাইমান দফাদার ও নাজমুল দফাদার রাস্তাটি ইট তুলে ফেলে দেয়। একারণে বর্তমানে রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

এব্যাপারে রেজওয়ান দফাদার বলেন, আমাদের জায়গা দিয়ে আমরা কোন রাস্তা দিব কি দিব না এটা একান্তই আমাদের ব্যাপার।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা