মাগুরাঘোনায় এক ব্যক্তিকে ইট দিয়ে মেরে হত্যা, গ্রেফতার ২ প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ | আপডেট: ২:৩৩:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের উত্তর বেতাগ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজুল ইসলাম গাজী (৪০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে মেরে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। সে উত্তর বেতাগ্রামের মোক্তার আলী গাজীর পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোক্তার আলী গাজীর পুত্রদের সাথে একই গ্রামের মৃত আমজাদ হোসেন গাজীর পুত্র নজরুল ইসলাম গাজী (৩০), ইউনুছ গাজী (২৫), হাসান গাজী (২৩),হোসেন গাজী (২১) ও স্ত্রী ফুলজান বিবি (৫৫) দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ৮টার উভয় পক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিন্তু এলাকাবাসীর উপস্থিতিতে প্রথম পর্যায়ে উভয় পক্ষ বাড়িতে ফিরে যায়। এর কিছুক্ষন পর উভয় পক্ষের অকথ্যভাষায় গালিগাজের এক পর্যায়ে আবারও লাঠি সোটা নিয়ে মারামারি শুরু হয়। এরই মধ্যে সিরাজুল ইসলামকে ইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। সাথে সাথে সে মাটিতে লুটে পড়ে এবং ঘটনাস্থলেই তার মূত্যু হয়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাথে সাথে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লবের নির্দেশে এসআই ইলিয়াস হোসেন ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনজার্চ মোঃ চুন্নু শেখ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট শেষে পোষ্ট মর্ডানের জন্য মর্গে প্রেরণ করে। হত্যার দায়ে ঘটনাস্থল থেকে হাসান গাজী ও তার মাতা ফুলজান বিবিকে গ্রেফতার করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৫৭৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু