বিভাগের শ্রেষ্ঠ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-ডাঃ এস.এম সোহরাব হোসেন প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১ চতুর্থ বারের মতো খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাঃ এস এম সোহরাব হোসেন।তিনি পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসএসিএমও নির্বাচিত হন।তিনি এর আগেও তিনবার খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসএসিএমও নির্বাচিত হয়েছেন।গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনে তার হাতে সন্মাননা স্বারক তুলে দেন বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক (যুগ্ম সচিব)মোঃ হাবিবুল হক খান ও উপ পরিচালক পিয়ারা বেগম।প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগ দেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন,বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। এছাড়া পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদ ও মাগুরাঘোনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৩১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু