দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মুজিবর রহমান নির্বাচিত প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ | আপডেট: ৯:৪৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ মুজিবর রহমান। (ফাইল ছবি) সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মুজিবর রহমান বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ২৫ হাজার ৪৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাজী রফিকুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯৯৩ ভোট। বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুল কবীর আরও জানান, দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পাঁচটি ইউনিয়নের মোট ৪০টি কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ২৪৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে ৩৮ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় মায়ের প্রতি অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা দেবহাটায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান