তালায় ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯ | আপডেট: ৩:২৬:অপরাহ্ণ, মে ১৮, ২০১৯ তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার (১৮ মে) সকালে তালা ডাকবাংলোয় চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় ছাত্রলীগকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ নিয়ে নেতাকর্মীদের মাঝে আলোচনা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স রিপোর্ট ছাত্রলীগের বর্ধিত সভাবাংলাদেশ ছাত্রলীগ সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা