ডুমুরিয়ায় ২ ইট-ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ১:২৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): ভ্রাম্যমান আদালতের এক অভিযানে বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলার ২টি ইট-ভাটা’র কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদালত সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইট-ভাটায় লাইসেন্স না থাকা, নদীর জমি দখল করা বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা-সহ নানামুখি আনিয়মের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসাবে গতকাল ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তথা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জিব দাস উপজেলার রুদাঘরা ইউনিয়নের টি.এম ব্রিক্স-কে ১ লাখ টাকা ও গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া এলাকার সম্রাট ব্রিক্স-কে ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেছেন। এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তথা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জিব দাস বলেন, টি.এম ব্রিক্স জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত নদীর জমি দখল করার অপরাধে তাকে ১ লাখ টাকা ও সম্রাট ব্রিক্স’র লাইসেন্স না থাকা ও কৃষি জমি থেকে মাটি কাটা’র অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু