ডুমুরিয়ায় এমপি পুত্রের অকাল মৃত্যুতে মঠ কমিটির শোক প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ | আপডেট: ৪:২৭:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি এবং গুটুদিয়া মঠ আশ্রমে প্রধান উপদেষ্টা নারায়ন চন্দ্র চন্দের কনিষ্ট পুত্র অভিজিৎ চন্দের অকাল মৃত্যুতে ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি ও গুটুদিয়া সার্ব্বজনীন মঠ আশ্রম কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, কালিবাড়ির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী, এ্যাড অশোক সিংহ, শিক্ষক অনন্ত কুন্ডু, অশোক আচার্য্য, প্রনব রাহা, তপন সাহা, শিক্ষক রঞ্জন জোদ্দার, প্রভাষক শিশির সিংহ, তরুন দেবনাথ, তাপস রাহা, প্রদীপ দেবনাথ, পরিমল কন্ডু, প্রভাষক নারায়ন মন্ডল, পরিতোষ বৈরাগী, কবি তুষার দত্ত, শান্তি অধিকারী এবং গুটুদিয়া মঠ কমিটির সভাপতি কৃষ্ণপদ কবিরাজ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার ফৌজদার, নিহার রঞ্জন রায়, তুষার কবিরাজ, শিক্ষক স্বপন কবিরাজ, শংকর মহলদার, গোবিন্দ সরকার, অশোক মন্ডল, গণেশ বৈরাগী, তরুন ফৌজদার, মোহন বিশ্বাস, তড়িত বিশ্বাস, সুশিল ফৌজদার, হারান মন্ডল, সুনিল মন্ডল, সিমান্ত মন্ডল, রতন মন্ডল, নিরুপম কবিরাজ, কালিদাস বিশ্বাস, চন্দ্রা রানী মন্ডল প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস এমপি পুত্র অভিজিৎ সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু