চুকনগর বধ্যভূমি পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৮:১১:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: শাহাদাৎ হোসেন মাহামুদ।

চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ শাহাদাৎ হোসেন মাহামুদ। রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধা জানাতে বধ্যভূমিতে আসেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিএস জিয়া উদ্দীন আল মামুন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিএস নুরুল আমীন, এসএডি মাজহারুল ইসলাম, এডিসি (শিক্ষা) মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ।

 

এসময় মুক্তিযুদ্ধে চুকনগরে ঘটে যাওয়া সার্বিক বিষয় ব্রিফিং করেন গণহত্যা ৭১স্মৃর্তিক্ষা পরিষদের সভাপতি অধ্য্ক্ষ এবিএম শফিকুল ইসলাম, বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়, আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, চুকনগর প্রেসক্লাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, ফজলুর রহমান, সরদার দেদার হোসেন, আব্দুল কুদ্দুস, তানভীর আহম্মেদ ইস্তি প্রমুখ।

 

স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ শাহাদাৎ হোসেন মাহামুদ এক শোক বার্তায় মুক্তিযুদ্ধের সময় চুকনগরে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাটি শুনে তিনি খুবই মর্মাহত হন এবং এই জঘন্যতম হত্যাকান্ডের সঠিক ইতিহান অনুসন্ধ্যান পূর্বক যথাযথ উদ্যোগ গ্রহনের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা