চুকনগর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ জন

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ | আপডেট: ১:২৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
চুকনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অনন্ত ২০ জন বাস যাত্রী আহত হয়েছে। সোমবার সকাল ৯টার চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সামনে এ দূর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতি সম্পন্ন (খুলনা মেট্রো জ ১১-০০৯১) যাত্রীবাহী বাস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা অপর একটি দ্রুতগতি সম্পন্ন  ( খুলনা মেট্রো জ ০৪-০০৩৯) যাত্রীবাহী বাস সকাল ৯ টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সামনে টার্নিং পয়েন্ট অতিক্রম করতে গিয়ে একে অপরের মুখোমুখি সংঘর্ষ হয়।
 
এ সংঘর্ষে প্রায় ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছে। কিন্তু বাসের ভিতরে ৩ জন যাত্রী আটকা পড়ায় চুকনগর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ এসআই রেজা আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ যুগল দাসের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস কর্মীর প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ রির্পোট লেখা পর্যন্ত দূর্ঘটনায় কবলিত বাস দুটি ঘটনাস্থলেই ছিল। 

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা