চুকনগর আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গনে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ফলাফল ঘোষনা ও পুরষ্কার বিতরণ করেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মুস্তাক আহম্মেদের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এম রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল গফফার, আব্দুল কাদের, সালমা পারভীন, নিলুফা ইয়াসমিন, পূর্ণা রায়, অভিভাবদের মধ্যে বক্তব্য রাখেন নন্দ আঢ্য, আসাদুজ্জামান আসাদ, মাওঃ আবু তালেব, আব্দুল কুদ্দুস, লিপি বেগম, মাওঃ বাহারুল ইসলাম, জ্যোৎসা আঢ্য, হেকমত আলী, হাফেজ জুবায়ের হোসেন প্রমুখ।
সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস