চুকনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ | আপডেট: ৩:২৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে র্যালি শেষে বেলা ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস এম জুলফিকার আলী জুলু। শিক্ষক প্রতিনিধি প্রভাষক সাধনা কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক তাপস বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক হাফিজ মাহমুদ, অধ্যাপক আনন্দ সরকার, অধ্যাপক নিকুঞ্জ বিহারী মন্ডল, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক অসীম ভট্রাচার্য, প্রভাষক এম এম হুমায়ন কবির প্রমুখ। এরপর জুম্মা নামাজ বাদ কলেজ মসজিদ প্রাঙ্গনে সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রদের উপস্থিতিতে ভাষা শহীদদের রুহেম মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় চুকনগর মডেল মহিলা কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন অধ্যক্ষ এম আর মঈন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক হাফিজুর রহমান, রবিউল ইসলাম বুলু, জুলফিকার আলী, জাহাঙ্গীর ফকির, আবুল কালাম আজাদ, গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ। এছাড়া চুকনগর প্রেসক্লাব, আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল, হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু