চুকনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তালার ইঞ্জিনভ্যান চালক নিহত প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ | আপডেট: ১০:০১:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর চারাবটতলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মজিদ মোড়ল(৬০) নামে এক ইঞ্জিন ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ মোড়ল তালা উপজেলার আলাদিপুর গ্রামের মৃৃত আকাম মোড়লের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর চারা বটতলা নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চিটাগাং গামী মাছ বোঝাই ট্রাক যশোর ড-১১-১২১৬ নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যান চাপা দিয়ে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইঞ্জিন ভ্যান চালক আব্দুল মজিদ নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে চুকনগর হাইওয়ে থানায় নিয়ে আসে। সড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি পড়া হয়েছে ১৪৩১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু