চুকনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ | আপডেট: ৮:২৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ চুকনগরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত চুকনগরে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব বাদ চুকনগর বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীগের সভাপতি এসএম মুস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, সরদার ওহিদুল ইসলাম, শেখ আব্দুস সবুর, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, গাজী আব্দুল হামিদ, ইউনুস আলী, আব্দুস সালাম গাজী, জাকির হোসেন মিল্টন, সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, কেএম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, আলহাজ্ব আক্তারুজ্জামান লিটন, ইব্রাহিম হোসেন, তরিকুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম মুন্না, রতন ঘোষ, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, ওলিয়ার রহমান, শেখ মামুন, সুজিত পাল, রিপন, সবুজ, আব্দুল্লাহ প্রমুখ। চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে কলেজ সভাপতি নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এসএম জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, সরদার ওহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, বিশ্বজিৎ মজুমদার, কেএম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, তরিকুল ইসলাম বাবু, মেহেদী হাসান শাহীন, বখতিয়ার আহম্মেদ রিপন, সম আব্দুল্লাহ, শাকিব আহম্মেদ, জুবায়ের হাসান সবুজ, খান সুমন, অনিক হাসান তসলিম, সাকিব, নয়ন, আকাশ, আজিজুর রহমান শান্ত, অমিত মোহাম্মদ শাকিব, সজল, কত্তি প্রমুখ। সংবাদটি পড়া হয়েছে ৩৫৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু