চুকনগরে দুটি ফিলিং ষ্টেশনে ৮০হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ চুকনগরে দুটি ফিলিং ষ্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার তদারকি অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন ও সহকারী পরিচালক শিকদার শাহীন আলম। জানা যায়, অধিদপ্তরের নিয়মিত তদারকি অভিযান পরিচালনার অংশ হিসেবে উপজেলার কৈয়া, ডুমুরিয়া, খর্নিয়া, চুকনগর ও আঠারোমাইলের ৫টি ফিলিং ষ্টেশনে জ্বালানি তেলের পরিমাপ তদারকি করা হয়। এরমধ্যে চুকনগর ভিআইপি ফিলিং ষ্টেশন এবং আঠারোমাইলের সেঞ্চুরি ফিলিং ষ্টেশনে প্রতি ৫ লিটারে ১৮০ থেকে ২৫০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেয়া হচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়। একারণে ভোক্তা অধিকার আইনের ১৮ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার তদারকি অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় চুকনগর ভিআইপি ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা এবং আঠারোমাইলের সেঞ্চুরি ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু