চুকনগরে জমি বিক্রয় করে সেই জমি রেজিষ্ট্রি করে না দেয়ার পায়তারা করছে বিক্রেতারা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

চুকনগরের মঠবাড়িয়ায় ২০১৫সালে জমি বিক্রয় করার পর ক্রেতা পক্ষ সেই জমি ভোগ দখলসহ জমিতে ”মঠবাড়িয়া শিব পার্বতী মন্দির” নামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার পরও পুন:রায় জমিটি বিক্রয়ের পায়তারা করছে বিক্রেতারা। এ ঘটনায় ক্রয়কৃত অসহায় ও নিরীহ ব্যক্তি চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রাপ্ত বায়না পত্র সূত্রে জানা যায়, গত ২৭/০৭/২০১৫ ইং তারিখে মঠবাড়িয়া গ্রামের মৃত জয় বিশ্বাসের ৩পুত্র নিখিল বিশ্বাস, গঙ্গা বিশ্বাস ও রবীন বিশ্বাস কুলবাড়িয়া বরাতিয়া মৌজায় ৬শতক জমি একই গ্রামের ধীরেন বিশ্বাসের পুত্র প্রহ্লাদ কুমার বিশ্বাসের কাছে বিক্রয় করে। জমিটি বিক্রয়ের পর সেখানে একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

কিন্তু দাতা পক্ষ জমিটি বর্তমানে রেজিষ্ট্রি করে না দিয়ে অন্যত্র বিক্রয়ের পায়তারা করছে। উক্ত বায়না পত্রে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না সহ একাধিক ব্যক্তির স্বাক্ষীও রয়েছে। এব্যাপারে গঙ্গা বিশ্বাসের ০১৫৩৩-২৪২৮৮৩নং মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা