চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গাছ কেটে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ | আপডেট: ১২:৩২:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
চুকনগরে পৈত্রিক সম্পত্তিতে লাগানো শিরিস গাছ এভাবেই জোরপূর্বক কেটে দেয়া হয়েছে।

চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিরিস গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত নিরঞ্জন মজুমদারের পুত্র প্রবীর মজুমদার তার অভিযোগে উল্লেখ করেন গত ০২/০২/২০২১ইং তারিখ সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের মৃত মোমিন শেখের পুত্র হারুন অর রশিদ পচা(৩২) ও তার পুত্র মোঃ রসুল শেখ(২০) অজ্ঞাতনামা লোকজন নিয়ে বাদীর তফসিল বর্ণিত পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় সম্পত্তির উপর এসে জোরপূর্বক ৫/৬টি বড় শিরিস গাছ কেটে দেয়। এতে তার প্রায় ৭০হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

 

এ সংবাদে তিনি ঘটনাস্থলে গিয়ে এভাবে গাছ কাটার কারণ জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্যত হওয়া সহ খুন জখমের হুমকী দেয়। উল্লেখ্য একই কারণে বাদীর বড় ভাই বিষ্ণুপদ মজুমদার বাদী হয়ে (২৬৮নং) আরও ০৭/১২/২০০৯ইং তারিখে একটি অভিযোগ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা