চুকনগরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

চুকনগরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর ভদ্রা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এই প্রতিযোগিতার আয়োজন করে। দীর্ঘদিন পরে অত্র এলাকায় অনুষ্ঠিত গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী এ প্রতিযোগীতাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ ভদ্রা নদীর দুই পাড়ে ভিড় জমায়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকার শংকর হালদারের নৌকা। ২য় স্থান অধিকার করে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের সিরাজুল ইসলামের নৌকা এবং ৩য় স্থান করেছে চুকনগর মালোপাড়া সার্বজনীন পূজা মন্দিরের নৌকা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়।

চুকনগর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মালি’র সভাপতিত্বে এবং মাষ্টার নাজমুল বারীর উপস্থাপনায় অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন মোড়ল, আটলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, মোস্তফা সরদার, অসীম বিশ্বাস, মনিরুজ্জামান রাজু, কুলসুম বেগম পারুল, শিখা বসাক, ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, আবু সাঈদ দফাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা