চুকনগরের কুলবাড়িয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বিস্তৃত এলাকা প্লাবিত প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ | আপডেট: ১১:৫০:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরের কুলবাড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে। বুধবার বিকালের দিকে কাঁঠালতলা মাগুরখালি সড়কের কুলবাড়িয়া স্লুইচ গেটের সামনে বাঁধটি ভেঙ্গে বিস্তৃতি এলাকা প্লাবিত হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, জোয়ারের পানির প্রচন্ড চাপের কারণে বুধবার বিকালের দিকে কাঁঠালতলা মাগুরখালি সড়কের কুলবাড়িয়া স্লুইচ গেটের সামনে থেকে হঠ্যাৎ করে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যায়। এতে কুলবাড়িয়া গ্রামের এবং নিচুখালি এলাকায় দ্রুত গতিতে পানি উঠে গিয়ে বেশ কিছু এলাকা তলিয়ে যায় এবং কয়েকটি মৎস্য ঘেরে লোনা পানি উঠে যাওয়া সহ বেশ ক্ষয়ক্ষতি হয়। তৎক্ষনাৎ বিষয়টি পাউবো কর্মকর্তাদের জানানো হলে তারা দ্রুত ঘ্টনাস্থলে এসে বাঁধটি সন্ধ্যার ভিতরে বেঁধে ফেলতে সক্ষম হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু