চুকনগরের আটলিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ | আপডেট: ৯:০৫:অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ আটলিয়া বিলের বাওড় হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে রাজু আহম্মেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. সঞ্জিব দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত ৬ সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ বিভাগের স্মারকপত্রের আলোকে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নদী/খাল/বিল তথা ভূগর্ভ হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আটলিয়া বিলের জনৈক আবু তালেবের মৎস্য বাওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে অননুমোদিতভাবে বালু উত্তোলনের অপরাধে বালু সরবরাহকারি ভাড়াটিয়া ড্রেজার মেশিনম্যান বাদুড়িয়া গ্রামের রাজু আহম্মেদকে হাতে নাতে ধরে ফেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় আটলিয়া ইউপি সদস্যে এম,এ সালাম জিম্মায় প্রদান করা হয়। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, ডুমুরিয়া থানা পুলিশের ফোর্স। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু