কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ ১০ জনের করোনা জয় প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ১১, ২০২০ | আপডেট: ১০:৩৮:অপরাহ্ণ, মে ১১, ২০২০ যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন ডাক্তারসহ ১০ জন করোনা জয় করেছেন। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন সহ ১০ জনকে সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। করোনা জয়ী প্রত্যেককেই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন জানান, ইতিপূর্বে করোনায় আক্রান্ত হয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জিত কুমার বিশ্বাস, আশিকুর রহমান, স্বাস্থ্য সহকারী ওয়াহেদুজ্জামান সুমন, আমিনুল ইসলাম, টিবিও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী নাজমুল করিমসহ উপজেলার ধর্মপুর গ্রামের গৃহবধূ বকুল বেগম, শহরের আলতাপোল এলাকায় ইলেক্ট্রিশিয়ান ফিরোজ আলম রিপন ও বায়সা গ্রামের মুনছুর করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারা সকলেই এখন করোনামুক্ত। করোনা জয়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান বলেন, আক্রান্ত হবার পরে আইসোলেশনে ছিলাম। এখন সুস্থ হয়েছি। দ্রুত আবারো কর্মস্থলে ফিরে মানুষের সেবা করতে চাই । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকরোনা জয়করোনা ভাইরাস সংবাদটি পড়া হয়েছে ৩৬১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ