কেশবপুরে সাবেক ইউপি মেম্বারের আত্মহত্যা প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ১২, ২০২২ | আপডেট: ৭:০৮:অপরাহ্ণ, মে ১২, ২০২২ যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার কাজী মহব্বত আলী (৫০) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ির ভেতরে মালামাল রাখা একটি ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, উপজেলার ধর্মপুর গ্রামের মৃত কাজী জহর আলীর ছেলে চার নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কাজী মহব্বত আলী কয়েক বছর ধরে মাথার যন্ত্রণাসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ির ভেতরে মালামাল রাখা একটি ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে কাজী মহব্বত আলী আত্মহত্যা করেন বলে জানা গেছে। অপরদিকে অনেকেরই ধারণা তিনি ব্যক্তি জীবনে ভালো মানুষ হলেও অর্থনৈতিক সঙ্কটে পড়ে দায় দেনা হয়ে যান। জোহর নামাজ বাদ তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিক শহিদুল ইসলাম নিশ্চিত করেন। এ ব্যাপারে চিংড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়ালিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ